বাংলাদেশে ডিজিটাল বিপ্লবের সাথে সাথে বেরে যাচ্ছে “অনলাইন শপিং”।এতে করে যেমন মানুষের সময় বেচেঁ যাচ্ছে সাথে সাথে পছন্দের পণ্যটিও পাচ্ছেন ঘরে বসেই।
আজকের এই ব্যাস্ততার যুগে তাই গরু কেনা –বেচা করার জন্য হাটে যাওয়া বিশাল বিপত্তির কারন হয়ে দারিয়েছে।দেখা যায় কোন অনুষ্ঠানের প্রয়োজনে অথবা ঈদ এ কোন উপায়ন্তর না পেয়ে গরুর হাটে যেতে হচ্ছে।এতে করে একদিকে যেমন সময় অপচয় হচ্ছে তেমনি ধূলো ,বালি,কাদাঁ,গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে তেমনি হাটে গিয়ে পছন্দ মতো গরু না পেলেও সেটাই ক্রয় করতে হচ্ছে।কারণ হাটে কেবল হাতে গোনা কিছু সংখ্যক গরু ,ছাগল পাওয়া যায়।
অন্যদিকে দেখা যায়, একজন গরু বিক্রেতা হয়তো তার সবচাইতে ভালো গরুটি হাটে নিয়ে আসলো ভালো দাম পাবার আশায় কিন্তু ক্রেতার অভাবে বা অন্যকোন কারণে সঠিক দামে বিক্রি ক্রতে না পারায় হতাশ হয়ে যায়।
ঈ-হাম্বা হচ্ছে সেই প্লাটফর্ম যেখানে ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করা হয়।একজন ক্রেতা ঘরে বসেই দেখতে পারবে বাংলাদেশের যেকোন প্রান্তে থাকা একজন গরু বিক্রেতার কাছে থাকে গরুটিকে।এখানে ক্রেতা যেমন ভাবে উপকৃত হবে ঠিক তেমনভাবেই উপকৃত হবে বিক্রেতাও।
শুধুমাত্র গরু না।এখানে ছাগল,ভেঁড়া,মহিষ এর তথ্যও পাওয়া যাবে।একি সাথে যুক্ত হতে পারবে বিভিন্ন ডেইরীফার্ম।ফার্মগুলো নিজেদের গরু,ছাগল,ভেঁড়া,মহিষের তথ্য দিতে পারবে।
এখানে ভার্চুয়াল মেডিক্যাল সাইটে গরু ছাগলের যেকোন ধরনের রোগের সমাধান পাবেন।আপনার গোবাদি পশুটির কি ধরনের রোগ হয়েছে সেটার ছবি সহ শেয়ার করতে পারবেন।
এখানে আরো থাকছে খাবার ও মেডিসিন যেখনে আপনারা সহজেই গরুর খাবার এবং মেডিসিন কোথায় পাওয়া যায়।কোন খাবার অথবা ঔষধ টা বেশি ভালো হবে এসব তথ্য পাওয়া যাবে।
ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে অর্থ লেনদেন নিজেদের পছন্দ অনুযায়ী যেকোন উপায়ে করতে পারে। এক্ষেত্রে ঈ-হাম্বা.কম কোন ভাবে যুক্ত থাকবে না।


Charging Bicycle for Student [E-Bike ST-26] 